Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সিরিজ জয়ের জন্য প্রয়োজন ২৪১

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৮, ২০২১, ১১:৩০ এএম


সিরিজ জয়ের জন্য প্রয়োজন ২৪১

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শরিফুল-সাকিবদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ২৪০ রানে থেমেছে স্বাগিতিক জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। ফলে জিততে হলে বাংলাদেশের প্রয়োজন ২৪১ রান। কিছুক্ষণের মধ্যেই ব্যাটিংয়ে নামবেন তামিমরা।

রোববার (১৮ জুলাই) হারারে ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুইয়ান অধিনায়ক ব্রেন্ডন টেলর। তবে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের।

ইনিংসের প্রথম ওভারেই স্বাগতিক দলের ওপেনার তিনাশেকে মাত্র ১ রানেই সাজঘরে পাঠিয়েছেন পেসার তাসকিন আহমেদ। আর বল হাতে নিজের প্রথম ওভারেই তাদিওয়ানাশে মারুমানিকে বোল্ড করেন মেহেদি হাসান মিরাজ। আউট হওয়ার আগে ১৩ রান করেন মারুমানি।

তৃতীয় উইকেটে ব্রেন্ডন টেলরের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে উইকেটকিপার ব্যাটসম্যান রেগিস চাকাভা। ব্যক্তিগত ২৬ রানে সাকিবের বলে বোল্ড আউট হন তিনি।

এদিকে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা ব্রেন্ডর টেলর শরিফুলের বলে হিট উইকেট হন। জিম্বাবুইয়ান অধিনায়ক ৫৭ বলে করেন ৪৬ রান। পঞ্চম উইকেটে ম্যাধেভেরেকে নিয়ে বড় জুটিই গড়তে যাচ্ছিলেন ডিওন মেয়ার্স। কিন্তু সাকিবের ঘূর্ণিতে সেটা সম্ভব হয়নি। ব্যক্তিগত ৩৪ রানে সাকিবের বলে মাহমুদউল্লাহ হাতে সহজ ক্যাচ তুলে দেন মেয়ার্স।

নিজের দ্বিতীয় স্পেলে বল হাতে রীতিমতো আগুনে গোলা ছাড়েন শরিফুল ইসলাম। নিজের করা পরপর দুই ওভারে তিনটি উইকেট তুলে দেন। এ সময় তার বলে ফেরেন জিম্বাবুয়ের একমাত্র হাফ-সেঞ্চুরিয়ান ওয়েসলি ম্যাধেভেরে(৫৬), লুক জংউই(৮) এবং ব্লেসিং মুজারাবানি(০)।

আর ৪৪ বলে ৩০ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে কট বিহাইন্ড হন সিকান্দার রাজা।

৪ রানে চাতারা এবং ৭ রানে এনগারাভা অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন শরিফুল ইসলাম। এছাড়া দুটি উইকেট নেন সাকিব আল হাসান।

আমারসংবাদ/জেআই