স্পোর্টস ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৯:২৫ এএম
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। জানা গেছে, আগামী নভেম্বরে বাংলাদেশের মাটিতে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারীরা।
পাকিস্তানের বাংলাদেশ সফর নিশ্চিত করতে দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘পাকিস্তান সিরিজ বিশ্বকাপের পরপরই। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স বিভাগ পিসিবির সঙ্গে যোগাযোগ করছে।’
সর্বশেষ ২০১৫ সালে পাকিস্তান জাতীয় দল বাংলাদেশ সফরে এসেছিল। এরপর বাংলাদেশের পাকিস্তান সফরে না যাওয়ার ইস্যুতে একাধিকবার বেঁকে বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যা নিয়ে সেসময় দুইবোর্ডের মধ্যে কিছুটা মনোমালিন্য হয়েছিল।
আমারসংবাদ/এমএস