Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ৪, ২০২১, ০৮:২৫ এএম


আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ 

সাফ চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসরের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

খেলাটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস।

এর আগে, শুক্রবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়ে টানা সাত ম্যাচে জয়হীন থাকার রেকর্ড থেকে বেরিয়ে আসে জামাল ভুঁইয়ারা। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এ জয়টি বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে, সন্দেহ নেই।

আজ বাংলাদেশ দলের কোচ ব্রুজন বলেন,‘ফিফা র্যাংকিংয়ে ভারত ফেভারিট দল। উপমহাদেশের সেরা লিগের আয়োজকও তারা। দলটিতে বেশ কিছু ভাল খেলোয়াড় রয়েছে। বাংলাদেশও শক্তিশালী দল। ভাল কিছু অর্জনের লক্ষেই আমরা এখানে এসেছি। তাদের মোকাবিলার জন্য প্রস্তুত আমাদের ছেলেরা। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন ফুটবলে নির্ধারিত দিনে যারা বেশি ভাল খেলবে তাদেরই জয়ের সুযোগ থাকবে। আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস রয়েছে। তাই জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ।’

অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘আমরা জিততে চাই। জয় ছাড়া কিছু ভাবছি না।’ এ ম্যাচকে সামনে রেখে রোববার বিকেলে হেনভিরু অনুশীলন পিচে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ দল। অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দেননি ডিফেন্ডার রেজাউল করিম।

বাংলাদেশ: শহিদুল আলম, আনিসুর রহমান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, সোহেল রানা, সাদ উদ্দিন, বিপলু আহমেদ, জামাল ভুঁইয়া, রাকিব হোসেন, সুমন রেজা, তারিক রায়হান কাজী, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশাহ ও মোহাম্মদ রিদয়।

ভারত: গুরপ্রিত সিংহ সাধু, ধিরাজ সিং মৈরঙ্গথেম, বিশাল কাইথ, প্রিতম কোটাল, সেরিটন ফার্নান্দেস, চিংলেনসানা সিং, রাহুল ভেকে, সুভাশিষ বসু, মন্দার রাও দেসাই, উদান্তা সিং, ব্র্যান্ডন ফার্নান্দেস, লেলেঙ্গমাওয়িয়া, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ, জেকসন সিং, গ্লান মার্টিনস, সুরেশ সিং, লিস্টন কোলাকো, ইয়াসির মোহাম্মদ, মানভির সিং, রহিম আলি, সুনিল ছেত্রি ও ফারুখ চৌধুরি।

আমারসংবাদ/এমএস