Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

ম্যাচ ফিক্সিং, জয়ের পরও নেপালি কোচের পদত্যাগ!    

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৪, ২০২১, ০৭:৪০ এএম


ম্যাচ ফিক্সিং, জয়ের পরও নেপালি কোচের পদত্যাগ!    

মালদ্বীপ থেকে আবারো জিততে ব্যর্থ বাংলাদেশ। মালে স্টেডিয়ামে বুধবার ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল জামাল-তপুরা। অবশেষে ১-১ গোলের ড্রয়ে সাফ চ্যাম্পিয়নশিপে আরেকটি ব্যর্থতার গল্প লিখল লাল সবুজের প্রতিনিধিরা। 

বাংলাদেশের বিপক্ষে ড্র করে প্রথমবারের মত দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার প্রতিযোগিতায় ফাইনালে উঠল নেপাল। কিন্তু এই ম্যাচের পরেই সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিলেন নেপালের কোচ আবদুল্লাহ আল মুতাইরির।  

কোচ আবদুল্লাহ জানান, ‘ফাইনাল শেষে আমি আর নেপাল ফিরবো না। চলে যাবো দেশে।’   

তার এই ক্ষোভের কারণ, ‘নেপালি মিডিয়া তাকে জড়িয়ে প্রতিবেদন করেছে, যেখানে তাকে ফিক্সিংয়ে জড়ানো হয়েছে। এমন প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।’

নেপালি মিডিয়া এমন রিপোর্ট করায় তার আত্মসম্মানে লেগেছে। ক্ষুদ্ধ কণ্ঠে বলেন, ‘আমি এক মাস আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। এবার তার বাস্তবায়িত হবে।’

আমারসংবাদ/এমএস