Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

আজ সাফের ফাইনালে মুখোমুখি ভারত-নেপাল 

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৬, ২০২১, ১০:৫০ এএম


আজ সাফের ফাইনালে মুখোমুখি ভারত-নেপাল 

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও নেপাল। এ পর্যন্ত সাফের সেমিফাইনাল থেকে ছয়বার বিদায় নিয়েছে নেপাল। এদিকে সপ্তমবারের মতো ফাইনালের স্বপ্নপূরণ হয়েছে ভারতের। 

শনিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টায় মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে দু'দলের ম্যাচটি শুরু হবে। 

নেপাল এর আগে একবারও সাফের ফাইনাল খেলেনি। রেফারির বিতর্কিত সিদ্ধান্তকে কাজে লাগিয়ে বাংলাদেশের সঙ্গে ১-১ ড্র করে ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।

র‍্যাংকিং এবং পরিসংখ্যান- সব বিভাগে নেপালের চেয়ে যোজন যোজন এগিয়ে ভারত। দু'দলের মধ্যকার ২২ বারের লড়াইয়ে ভারত ১৫ এবং নেপাল জিতেছে ২ ম্যাচে। বাকি পাঁচটি হয়েছে অমীমাংসিত। নেপালের সর্বশেষ জয়টি আবার সাফ চ্যাম্পিয়নশিপে।

২০১৩ সালের ৫ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল নেপাল। এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আরও আটবার মুখোমুখি হলেও ভারতের সঙ্গে জিততে পারেনি হিমালয়ের দেশটি। মালেতে এবারের সাফে রক্ষণাত্মক খেলেও ভারতের কাছে ১-০ গোলে হেরেছিল হিমালয়ের দলটি। 

আমারসংবাদ/এমএস