Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো মুখোমুখি ইংল্যান্ড-বাংলাদেশ  

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২৭, ২০২১, ০৮:০০ এএম


টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো মুখোমুখি ইংল্যান্ড-বাংলাদেশ  

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ১৫ বছরে টি-টোয়েন্টি ইতিহাসে ১১৬টি ম্যাচ খেলেছে টাইগাররা। তবে আগে কখনও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়নি মাহমুদউল্লাহর দল। 

মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় প্রথমবারের মতো মাঠে নামবে বাংলাদেশ।

তবে বিশ্ব আসরে ইংলিশদের বিপক্ষে পারফরমেন্সে আত্মবিশ্বাস পেতেই পারে বাংলাদেশ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হারার আগে, ২০১১ এবং ২০১৫ সালের আসরে ইংলিশদের হারিয়েছিলো বাংলাদেশ।

তবে চলমান বিশ্বকাপ মিশন ভালো হয়নি বাংলাদেশের। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়ে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। অপরদিকে দিকে বর্তমান চ্যাম্পিয়ন উইন্ডিজকে হারিয়ে দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে ইংল্যান্ড। সেই ম্যাচে ক্যারিবীয়দের ৫৫ রানে অলআউট করে দিয়ে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় মরগানের দল।

আবুধাবির পিচ স্পিনারদের অনুকূলে থাকার কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দেখায় অসাধারণ কিছু করার সুযোগ থাকছে বাংলাদেশ দলের। 

আমারসংবাদ/এমএস