Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

বরখাস্ত হলেন বার্সা কোচ কোম্যান

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২৮, ২০২১, ০৪:১০ এএম


বরখাস্ত হলেন বার্সা কোচ কোম্যান

অবশেষে ধৈর্যের বাধ ভাঙলো বার্সেলোনা কর্তৃপক্ষের। রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করারই সিদ্ধান্ত নিলেন তারা। বুধবার রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলে হারের পর তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

জানা গেছে, রোনাল্ড কোম্যানের অধীনে বার্সা একেবারেই সুবিধা করতে পারছিল না। স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে নেই বার্সা। এখন পর্যন্ত নিজেদের খেলা ১০ ম্যাচে মাত্র ৪টিতে জিতে বার্সা আছে ৯ নম্বরে। গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকোতে হারের পর বুধবার রাতে রায়ো ভায়োকানোর কাছে ১-০ ব্যবধানে হারে কাতালান ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগেও ভালো অবস্থানে নেই বার্সেলোনা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বায়ার্ন ও বেনফিকার কাছে ৩-০ গোলে হেরে তিনে অবস্থান করছে। এতে ২০০৩ সালের পর শেষ ষোলোতে উঠা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

২০২০ সালের ১৯ আগস্ট বার্সায় কোচিং ক্যারিয়ার শুরু করেন কোম্যান। ক্লাবটির হয়ে ডাগ আউটে দাঁড়িয়ে ৬৭টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সফলতা বলতে একমাত্র কোপা দেল রে'র শিরোপা জয়। যত দিন যাচ্ছিল, ততই কোম্যানের প্রতি বিদ্বেষ বাড়ছিল বার্সা সমর্থকদের। অবশেষে বরখাস্ত হলে কোম্যান।

একাধিক সংবাদমাধ্যমের দাবি, কোম্যানের জায়গায় বার্সেলোনার কোচ হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজ।

আমারসংবাদ/এমএস