Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

দ. আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২, ২০২১, ০৯:১৫ এএম


দ. আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩টি ম্যাচ হেরে বাংলাদেশ দলের সেমিফাইনালের স্বপ্ন অনেকটা শেষই বলা যায়। তবু মঙ্গলবারের (২ নভেম্বর) ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মাহমুদউল্লাহরা।

মঙ্গলবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। 

আর সেই ম্যাচের আগে বাংলাদেশ দলের মানসিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। তিনি জানিয়েছেন, টাইগাররা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে।

চলমান বিশ্বকাপে শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে থাকা ম্যাচ হেরে যাওয়ায় মন খারাপ হলেও তা দলের আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারেনি বলে জানান বাংলাদেশ কোচ। 

তিনি বলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে একটা সময় পর্যন্ত আমরা ভালো অবস্থানে ছিলাম৷ শেষ মুহুর্তের দুই একটা ভুলে ম্যাচটা হেরেছি আমরা৷ ছেলেরা অনেক কষ্ট পেয়েছে৷ তারা জানে তাদের ওপর দেশের মানুষের প্রত্যাশার চাপ কেমন৷ সাথে সাথে আছে গণমাধ্যমের চাপও৷ তবু তারা আবারো দেশের জন্য খেলতে মাঠে নামবে এবং নিজেদের শতভাগ দিয়েই চেষ্টা করবে।

স্কোয়াডে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ সাকিব আল হাসানের বদলে মাঠে দেখা যেতে পারে শামীম পাটোয়ারীকে। আর উইকেটের পেছনে দাঁড়াতে পারেন লিটন দাস। 

সৌম্যকে আজও মাঠে নামানো হতে পারে। তবে রুবেল হোসেনকে হয়তো খেলানো হবে না।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 

মুহাম্মদ নাইম, লিটন দাস (উইকেরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান, শামীম হোসাইন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আমারসংবাদ/এমএস