Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

বাঁচা-মরার ম্যাচে কিউইদের ফিল্ডিংয়ে পাঠালো আফগানরা

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ৭, ২০২১, ১০:০০ এএম


বাঁচা-মরার ম্যাচে কিউইদের ফিল্ডিংয়ে পাঠালো আফগানরা

শেষ চারের আশা নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। 

এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে ব্ল্যাক ক্যাপদের। অন্যদিকে আফগানিস্তান জিতলে ভালোভাবে আশা বেঁচে থাকবে ভারতের, মোহাম্মদ নবিরা হারলে ব্যাক-প্যাক নিয়ে ভারতের বিমান ধরার অপেক্ষায় থাকতে হবে বিরাট কোহলি বাহিনীকে।

রোববার (৭ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান। আফগান দলে একটি পরিবর্তন এসেছে, শরফুদ্দিন আশরাফের পরিবর্তে খেলছেন মুজিব উর রহমান। অপরিবর্তিত একাদশ নিউজিল্যান্ডের।

চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে নিউজিল্যান্ড। ম্যাচ জিতলে কোনো সমীকরণ ছাড়াই শীর্ষ চার নিশ্চিত হবে তাদের। নিউজিল্যান্ড হারলেও তাদের সম্ভাবনা টিকে থাকবে। তখন তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের দিকে। তবে সেই ঝুঁকিতে না গিয়ে এই ম্যাচেই জয় নিশ্চিত করতে চায় কেন উইলিয়ামসনের দল।

এদিকে তালিকার চার নম্বরে থাকলেও আফিগানিস্তানের সেমির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তাই নিশ্চিতভাবেই জয় পেতে চাইবে রশিদ খানরা। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে ভারতের ভাগ্য। 

আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), মুজিব উর রহমান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, হামিদ হাসান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

আমারসংবাদ/জেআই