Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

বাংলাদেশের নতুনদের নিয়ে যা বললেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৪, ২০২১, ০৮:৩০ এএম


বাংলাদেশের নতুনদের নিয়ে যা বললেন ইনজামাম

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। মাহমদুউল্লাহ রিয়াদদের এমন পারফরম্যান্সে হতাশ হয়েছেন শোয়েব আখতার, শহীদ আফ্রিদির মতো সাবেক ক্রিকেটাররা। 

এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি সমালোচনা করেছেন তরুণ ক্রিকেটারদেরও। 

নিজের ইউটিউবে চ্যানালে ইনজামাম বলেন, ‘পাঁচ-ছয় বছর আগে বাংলাদেশ দলের যে খেলোয়াড় এসেছে, সেই ফাস্ট বোলাররাই খেলছে। তখনকার খেলোয়াড়রাই ভালো করছে। নতুন খেলোয়াড়দের মধ্যে এমন পারফর্মার নেই, যারা কাউকে মুগ্ধ করতে পারে। সবই আগের খেলোয়াড়। আমি দেখছি যে, তাদের নতুন খেলোয়াড় আসা বন্ধ হয়ে গেছে। ’

তিনি আরও বলেন, ‘আমি যদি বাংলাদেশের দিক থেকে চিন্তা করি, তাদের ২-৩ জন পুরনো খেলোয়াড় খেলেনি। তারা নিজেদের উইকেট ভালো করেনি, কন্ডিশন ভালো করেনি, টুর্নামেন্টও ভালো করেনি। আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেটের কিভাবে উন্নতি সম্ভব এবং কী ধরনের উইকেটে পেস বোলারদের ব্যবহার করতে হবে তা নিয়ে বাংলাদেশকে ভাবতে হবে। ’

‘পাকিস্তান ৩-০ জিতবে এটা স্বাভাবিকই মনে হচ্ছিল। তবে আমি আশা করেছিলাম, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ আরও কঠিন পরীক্ষা নেবে। ভেবেছিলাম, বিশ্বকাপের অমন পারফরম্যান্সের তারা হয়তো কিছু শিখেছে, তাই উইকেটগুলো আরও ভালো করবে। কিন্তু এমন কোনো পরিবর্তন দেখা যায়নি। ’-যোগ করেন তিনি।

আমারসংবাদ/এমএস