Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

৩৩০ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৭, ২০২১, ০৬:৩০ এএম


৩৩০ রানে অলআউট বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৩৩০ রানে অলআউট হয়েছে টাইগাররা।

টেস্টের প্রথম দিনে মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়েও ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। মুশফিকুর রহম ও লিটন দাসের ব্যাটে প্রথম দিন শেষে স্বাগতিক দলের সংগ্রহ দাঁড়ায় ৮৫ ওভারে ২৫৩ রান।

লিটন দাস পান প্রথম শতকের দেখা, মুশফিকও হাটছিলেন একই পথে। তবে দ্বিতীয় দিনের সকালেই বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ গুঁড়িয়ে দিয়েছে সফরকারী বোলাররা।

দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই লিটন দাসকে ১১৪ রানে ফেরান হাসান আলী। ৮৭তম ওভারের শেষ বলে হাসান আলীর বলে এলবিডব্লুর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। শেষ পর্যন্ত রিভিউ নিলে লিটনকে ১১৪ (২৩৩) রান করে ফিরতে হয়েছে সাজঘরে। এর মধ্য দিয়ে ভাঙল লিটন-মুশফিকের ২০৬ (৪২৫) রানের লম্বা জুটি।

লিটন ফিরলেও আগের দিন ৮২ রানে অপরাজিত থাকা মুশফিক হাটছিলেন শতকের পথেই। কিন্তু তিনিও হতাশ করেছেন নার্ভাস নাইন্টিতে। ৯১ রানের মাথায় উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন ফাহিম আশরাফের বলে। যদিও আউট হওয়া নিয়ে কিছুটা সন্দিহান ছিলেন, নিয়েছিলেন রিভিউ। কিন্তু বাঁচা গেল না।

লিটন-মুশফিকের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ আগলে রাখেন একপাশ। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। দলীয় ৩০০ রান পার করার পর তাইজুল ইসলামকে ১১ (২৮) রানে বিদায় করেন শাহিন আফ্রিদি। এরপর আবু জায়েদকে ৮ রানে ফেরান হাসান আলী। এবাদত হোসেনকে শূন্যতে বিদায় করে ষষ্ঠবার পাঁচ উইকেট শিকার করেন হাসান। মিরাজ অপরাজিত থেকে গেছেন ৩৮ (৬৮) রানে। বাংলাদেশের সংগ্রহ প্রথম ইনিংসে ৩৩০ রান।

পাকিস্তানের পক্ষে ৫ উইকেট নেন হাসান আলী, ২টি করে নিয়েছেন শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফ। ১ উইকেট নিয়েছেন সাজিদ খান।

আমারসংবাদ/এমএস