Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

বৃষ্টিতে পরিত্যক্ত ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২১, ০৮:৪৫ এএম


বৃষ্টিতে পরিত্যক্ত ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা

বৃষ্টির জলে ভেসে গেলো তৃতীয় দিন। একটি বলও মাঠে গড়ায়নি। দুপুর পর্যন্ত অপেক্ষা করার পর তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। আগামীকাল মঙ্গলবার চতুর্থ দিনে সকাল সাড়ে ৯ টায় ম্যাচ শুরুর কথা রয়েছে।

প্রথম দিন বৃষ্টি এবং আলোর স্বল্পতার কারণে ৩৩ ওভার কম খেলা হয়েছে। ৫৭ ওভারেই খেলা শেষ হয়ে যায়। দ্বিতীয় দিন সকাল সাড়ে ৯টায় খেলা শুরুর কথা থাকলেও বারবার বৃষ্টির কারণে পিছিয়ে যায়। 

১১টা ২০ মিনিটে একবার ঘোষণা দেয়া হয়েছিল খেলা শুরু হওয়ার। কিন্তু আবার বৃষ্টি নামায় পারা যায়নি। পরে দুপুর ১২টা ৫০ মিনিটে খেলা শুরু করা গেলেও মাত্র ৩৮টি বল মাঠে গড়ায়। এরপর আবার বৃষ্টি নামলে সারাদিনের মত খেলা বন্ধ হয়ে যায়।

এর মধ্যে অবশ্য নিজের হাফসেঞ্চুরি পূরণ করে ফেলেন পাকিস্তানি ব্যাটার আজহার আলি। আগেরদিন হাফ সেঞ্চুরি করেছিলেন বাবর আজমও। বৃষ্টির আগে ৫২ রানে আজহার এবং ৭১ রান নিয়ে ব্যাট করছিলেন বাবর আজম। পাকিস্তানের রান ২ উইকেট হারিয়ে ১৮৮।

আমারসংবাদ/এমএস