Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

স্বস্তিতে দিন পার করলো নিউজিল্যান্ড    

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ৯, ২০২২, ০৮:১৫ এএম


স্বস্তিতে দিন পার করলো নিউজিল্যান্ড    

মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হারার পর রোববার ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড শক্তভাবে ঘুড়ে দাঁড়িয়েছে। প্রথম দিন শেষে মাত্র এক উইকেট হারিয়ে ৩৪৯ রান করেছে স্বাগতিকরা। 

অধিনায়ক টম ল্যাথাম ১৮৬ এবং ডেভন কনওয়ে চলতি সিরিজে তার দ্বিতীয় সেঞ্চুরি থেকে মাত্র এক (৯৯) রান দূরে আছেন।

এর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। তবে বোলাররা অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এবাদত হোসেন ২১ ওভার বল করে ১১৪ রান রান দিয়েছেন। তার ইকোনমি রেট ৫ দশমিক ৪। তবে এবাদতের বলে ল্যাথামের বিরুদ্ধে আম্পায়ার দুবার এলবিডব্লিউর সাড়া দিলেও রিভিউ নিয়ে কিউই অধিনায়ক বেঁচে যান। 

বাংলাদেশের একমাত্র সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। তিনি  উইল ইয়াংকে ৫৪ রানে ফেরত পাঠান।

এই টেস্টে ওপেনার মোহাম্মদ নাঈমের অভিষেক হয়েছে। তিনি খেলছেন প্রথম টেস্টে হাতে চোট পাওয়া মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে। এছাড়া কুঁচকির চোটের কারণে এই টেস্টে দলের বাইরে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তার জায়গায় খেলছেন নুরুল হাসান সোহান।

আমারসংবাদ/এমএস