Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষে প্যাসিফিক ডেনিমস

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৩:১৫ পিএম


সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষে প্যাসিফিক ডেনিমস

সপ্তাহ শেষে দেশের প্রধান পুঁজিবাজারে দাম বৃদ্ধির শীর্ষস্থানে উঠে এসেছে প্যাসিফিক ডেনিমস। কোম্পানিটির শেয়ার গত সপ্তাহে বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীর্ষে ছিল। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৪ দশমিক ৬৬ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে তিন টাকা ২০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৮ টাকা ২০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ১৪ টাকা ৬০ পয়সা।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, পাঁচ মাসের মধ্যে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৭ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ১৮ টাকা ২০ পয়সা অর্থাৎ প্রায় তিনগুণ হয়েছে। এমন প্রেক্ষাপটে গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০২ কোটি ৯ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২০ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা।

প্যাসিফিক ডেনিমসের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় দ্বিতীয় শীর্ষ স্থানে ছিল ইস্টার্ন ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২০ দশমিক ৮০ শতাংশ। ১৯ দশমিক ৪৪ শতাংশ দাম বাড়ার মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আলিফ মেনুফ্যাকচারিং।

গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় অন্য সাত প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৭ দশমিক ৮৭ শতাংশ, কেডিএস এক্সসরিজের ১৭ দশমিক ২৫ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ১৬ দশমিক ৪৩ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১৬ দশমিক ৩৮ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ১৬ দশমিক শূন্য ৩ শতাংশ, আমরা টেকনোলজির ১৩ দশমিক ৭৬ শতাংশ এবং রূপালী ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ১৩ দশমিক ১৪ শতাংশ বেড়েছে।

আমারসংবাদ/আরএইচ