Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

দরপতনের প্রতিবাদে ডিএসইর সামনে বিনিয়োগকারীদের মানববন্ধন

অক্টোবর ২৫, ২০২১, ১২:৪০ পিএম


দরপতনের প্রতিবাদে ডিএসইর সামনে বিনিয়োগকারীদের মানববন্ধন

দেশের পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। সোমবার (২৫ অক্টোবর) মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে এ মানববন্ধন করেন তারা। এ সময় দ্রুত দরপতন থেকে পুঁজিবাজারকে উত্থানে ফেরানোর দাবি জানানো হয়।

একইসঙ্গে গত ১০ অক্টোবর থেকে চলা এ দরপতনের পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করার দাবি জানান বিনিয়োগকারীরা। যারা এ দরপতনের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনারও আহ্বান জানান তারা।

সোমবার সূচকের পতনের মাধ্যমে লেনদেন শুরু হয়। মাত্র সোয়া এক ঘণ্টার মাথায় ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১০০ পয়েন্ট কমে যায়। সূচকের এ ধারা অব্যাহত ছিল দুপুর ১২টা ৩৬ মিনিটে পর্যন্ত। তাতে লেনদেনের আড়াই ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক কমে যায় ১৬৪ পয়েন্ট। এ দরপতনের প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভে নামেন বিনিয়োগকারীরা।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৮৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪৭ টির, দাম কমেছে ৩০৭ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২২ টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ১৬৯ পয়েন্টে।

আমারসংবাদ/আরএইচ