Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ওয়ান ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৭, ২০২১, ০২:৪০ পিএম


সাপ্তাহিক দরপতনের শীর্ষে ওয়ান ব্যাংক

গেল সপ্তাহ বড় ধরনের দরপতনের মধ্যদিয়ে পার করেছে দেশের শেয়ারবাজার। এ পতনের বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে ওয়ান ব্যাংক। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।

গেল সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ২১ দশমিক ৩১ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৩ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ১৪ টাকা ৪০ পয়সা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ১৮ টাকা ৩০ পয়সা।

ওয়ান ব্যাংকের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল আনলিমা ইয়াং ডাইং। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৯ দশমিক ৯৮ শতাংশ। ৯ দশমিক ৯২ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে দেশ গার্মেন্টস।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা ডেল্টা স্পিনিংয়ের ৯ দশমিক ৮০ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ৯ দশমিক ২৩ শতাংশ, এসকে ট্রিমসের ৮ দশমিক ৯৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ৮ দশমিক ৯০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৮ দশমিক ৮৯ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৮ দশমিক শূন্য ২ শতংশ এবং ইনটেক লিমিটেডের ৭ দশমিক ৯১ শতাংশ দাম কমেছে।

আমারসংবাদ/আরএইচ