Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ঘরেই করুণ হেয়ার স্টিম

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১০, ২০২১, ১১:২০ এএম


ঘরেই করুণ হেয়ার স্টিম

চুল নিয়ে সব নারীই সচেতন। চুলের যত্ন নিতে কী না করেন। বেহিসাবি টাকা খরচ করে পার্লারে যেয়ে করান চুলের ট্রিটমেন্ট। কিন্তু তারপরও দেখা যায় চুল পড়ে যাচ্ছে কিংবা চুল রুক্ষ হয়ে যাচ্ছে। তবে এই সমস্যার সমাধান মিলতে পারে ঘরেই। ঘরেই করতে পারেন হেয়ার স্টিম।

তবে অনেকেই জানেন না হেয়ার স্টিম কী এবং কেন জরুরি?

হেয়ার স্টিম আমাদের চুলকে ময়েশ্চারাইজ করার কাজ করে। যার ফলে চুল হাইড্রেট হয়। পাশাপাশি চুল নরমও হয়ে যায়। চুলে স্টিম দিলে আর্দ্রতা চুলের গভীরে যায়।হেয়ার স্টিম করলে চুলের গোড়া শক্ত হয়, খুশকির সমস্যা দূর হয়, মাথার ত্বকের কোলাজেন বৃদ্ধি পায়, যা চুলকে ভালো রাখে।

কীভাবে হেয়ার স্টিম দেবেন? 

প্রথমে চুলে তেল লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করুন। তোয়ালে কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখুন। তোয়ালে থেকে বাড়তি পানি নিংড়ে চুলে জড়িয়ে রাখুন আধা ঘণ্টা। এতে তেল চুলের গোড়া পর্যন্ত পৌঁছবে এবং মাথার ত্বকে থাকা ময়লা বেরিয়ে যাবে। তোয়ালে খুলে কিছুক্ষণ অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

আমারসংবাদ/এডি