Amar Sangbad
ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫,

জাফলং যেভাবে যাবেন একদিনে খরচ পড়বে যত

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০১:৪০ পিএম


জাফলং যেভাবে যাবেন একদিনে খরচ পড়বে যত

প্রকৃতি কন্যা হিসেবে সারাদেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। সিলেট ভ্রমণে যাবেন; অথচ জাফলং যাবেন না তা কি হয়! খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়।সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরামধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রীজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেলপানি,উঁচু পাহাড়ে গহিন অরণ্য ও শুনশান নিরবতার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে। আসুন জেনে নেয়া যাক কিভাবে জাফলং যাবেন আর খরচ যেমন পড়বে:

জাফলং এর অবস্থান:

বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তি এলাকায় জাফলং অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাওঁকি অঞ্চল ডাকি অঞ্চলের পাহাড় থেকে ডাওকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। আপনি সিলেট যাবেন বর্ধার সিজনে কারন বর্ষায় পাহাড় এর সৌন্দর্য ভালো ভাবে ফুতে উঠে 'আর অফুরন্ত পানি থাকে । সিলেটনগরী থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়াইনঘাট উপজেলায় জাফলং এর অবস্থান। জাফলংয়ে শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রুপ ভিন্ন। কয়েক হাজারফুট উপর থেকে নেমে আসা সফেদ ঝর্ণাধারার দৃশ্য যে কারোরই নয়ন জুড়ায়। ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় ২৪০ কিলোমিটার । জাফলং, সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে, ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত, এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটনস্থল হিসেবে পরিচিত।

জাফলংয়ে গিয়ে ১ দিনে যা যা দেখবেন:

১) জাফলং জিরো পয়েন্ট

২) জাফলং মায়াবী বর্ণা/সংগ্রামপু্জি ঝর্ণা

৩) সংগ্রামপুঞ্জী চা বাগান

৪) শ্রীপুর চা বাগান

৫) সাত রঙ চা

৬) ডিবির হাওর শাপলা বিল

৭) আগুন পাহাড়

৪) শাহ পরান মাজার

৯) শাহ জালাল মাজার

ঢাকা থেকে ট্রেনে করে জাফলং যাবার উপায়:

ঢাকার কমলাপুর ও ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ট্রেনে করে সিলেট যাওয়া যায়। রাতের উপবন এক্সপ্রেসে যেতে পারেন কমলাপুর থেকে রাত ৯.৪৫ মিনিটে যাত্রা শুরু করে। সকাল ভোর ৫ টায় সিলেট পৌছায় অথবা জয়ন্তিকা ,পারাবত, কালনী এক্সপ্রেস বেছে নিতে পারেন। শ্রেণী ভেদে ট্রেনের টিকেট মুল্য ২৬৫ থেকে ১১০০ টাকা । ট্রেনে ছেড়ে ঢাকা থেকে সিলেট যেতে সময় লাগবে ৭-৮ ঘন্টা।

ঢাকা থেকে বাসে যেভাবে জাফলং যাবেন:

বাসে গেলে ঢাকা সায়েদাবাদ, গাবতলি, ফকিরাপুল/মহাখালি,উত্তরা আবদুল্লাহ পূর হতে এনা/শ্যামলী/গ্রীন লাইন/সাউদিয়া,এস-আলম সহ বিভিন্ন বাস সার্তিস রয়েছে ঢাকা থেকে রাত ১০ টায় উঠলে সকাল ৪-৫ টায় সিলেট কদমতলি বাস স্ট্যান্ডে পৌছে যাবেন । পৌছাতে সময় লাগবে ৬ থেকে ৮ ঘন্টা। নন এসি বাসের ভাড়া৪৭০ থেকে ৬০০ টাকা। এসি বাসের ভাড়া ১০০০ থেকে ১২০০ টাকা।

ঢাকা থেকে প্লেনে /বিমানে সিলেট যেভাবে যাবেন:

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, ইউনাইটেড এয়ার, রিজেন্ট এয়ার, নভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারের বিমান প্রতিদিন যায় সিলেটের ওসমানী বিমানবন্দরে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স:

ঢাকা-সিলেট রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিদিন ৪টি ফ্লাইট চলাচল করে। ঢাকা থেকে ফ্লাইটগুলো প্রতিদিন সকাল ৮টা, বেলা ১১টা ৩০ মিনিটে, দুপুর ১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টায় সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। সিলেট থেকে ঢাকায় ফেরার ফ্লাইটগুলো ছাড়ে- সকাল ৯টা ২০ মিনিট, দুপুর ১২টা ৫০ মিনিট, দুপুর ২টা ৫০ মিনিট এবং রাত ৮টা ২০ মিনিটে। সবধরনের ট্যাক্স ও সারচার্জ মিলে ইকোনমি ক্লাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে সিলেটের সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৯৯৯ টাকা। রিটার্ন ভাড়া সর্বনিম্ন ৭ হাজার ৯৯৮ টাকা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা টু সিলেট রুটে প্রতিদিন ৪টি সরাসরি ও সপ্তাহে ২ দিন কানেক্টিং ফ্লাইট পরিচালনা করে।ঢাকা থেকে তাদের দিনের প্রথম ফ্লাইটটি থাকে (রোববার ও শুক্রবার বাদে) বেলা ১১টায়। পরেরগুলো- বেলা সাড়ে ১১টায়, বিকেল ৪টা ১৫ মিনিটে এবং রাত সাড়ে ৮টায়। সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানের ফ্লাইটগুলো সকাল ৯টা ৪৫ মিনিটে, সকাল ১০টা ৫০ মিনিটে, দুপুর ১২টা ৪০ মিনিটে, বিকেল ৫টা ৫৫ মিনিটে, ও রাত ৮টার সময় ছাড়ে। ঢাকা-সিলেট রুটে বিমান বাংলাদেশের সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৫০০ টাকা, রিটার্ন ৭ হাজার টাকা। এছাড়াও প্রতি রোববার ও শুক্রবার বিমানের সিলেট রুটের ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজার হয়ে সিলেট যায়। একইদিন সিলেট থেকে রাতে ঢাকায় ফেরে।

নভোএয়ার:

নভোএয়ার বর্তমানে ঢাকা-সিলেট-ঢাকা রুটে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনা করে। তারা সকাল ৮টা ১৫ মিনিটে, দুপুর ১২টা ও সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। সিলেট থেকে ফ্লাইটগুলো প্রতিদিন সকাল ৯টা ৩৫ মিনিট, দুপুর ১টা ২০ মিনিট এবং রাত ৮টা ২০ মিনিটে ঢাকা পৌঁছায়। সকল প্রকার সারচার্জসহ নভোএয়ারের ঢাকা-সিলেট রুটের সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৯৯৯ টাকা। রিটার্ন ভাড়া ৭ হাজার ৯৯৮।

সিলেট থেকে জাফলং যাওয়ার উপায়:

বাস অথবা ট্রেনে যেভাবেই যান প্রথমে নাস্তা সেরেই সিএনজি রিজার্ভ করে চলে যাবেন সোবাহানি হাঁট বাস স্ট্যান্ডে রিজার্ভ ভাড়া নিবে ১০০-১২০ টাকা ১ সিএনজিতে ৫ জন বসতে পারবেন। সোবাহানি হাট বাস স্ট্যান্ডে জাফলং এর বাস পাওয়া যায় ভাড়া নেয় ৮০ টাকা করে জন প্রতি। যদি বাসে না যেতে চান তবে সিএনজি রিজার্ভ করেও জাফলং যেতে পারবেন সারা দিনের জন্য সিএনজি রিজার্ভ ১৪০০-২০০০ টাকা নিবে ১ সিএনজিতে ৫ জন বসতে পারবেন সারা দিনের জন্য মাইক্রো রিজার্ভ নিবে ৩৫০০ থেকে ৫০০০ টাকা ।সারাদিনের জন্য লেগুনা রিজার্ভ নিবে ২০০০ থেকে ২৫০০ টাকা ১ লেগুনায় ১২ জন বসতে পারবেন।

জাফলং গিয়ে থাকবেন যেখানে:

জাফলংয়ে তেমন কোন ভালো মানের হোটেল নেই। সিলেটের দরগা গেইট হতে আম্বরখানা, কদমতলী পর্যন্ত বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। কম খরচে থাকতে চাইলে দরগা গেট এলাকায় ৫০০-১০০০  টাকায় মাঝারী মানের অনেক হোটেল পাবেন। ভালো সার্ভিসের হোটেল গুলোর মধ্যে আছে হোটেল হলি গেইট, হলি ইন, লা-ভিত্তা হোটেল, পানসি ইন, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল, ব্রিটানিয়া হোটেল, হোটেল নূরজাহান গ্রান্ড ইত্যাদি অন্যতম। এসব হোটেলে থাকতে খরচ হবে ২,০০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত।

লাক্সারী হোটেল ও রিসোর্টের মধ্যে আছে রোজ ভিউ হোটেল, নাজিমগর রিসোর্ট, গ্র্যান্ড প্যালেস সহ আরও কিছু হোটেল৷ প্রতিরাতের জন্যে খরচ হবে ৮,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত। তবে সিজন অনুয়ায়ী ভাড়া তারতম্য ঘটে।

আমারসংবাদ/আর এইচ