দুর্বৃত্তের হামলায় এনজিও ব্যবস্থাপক আহত

খোকসা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩, ০৭:৫৩ পিএম

রাতের আধাঁরে সড়কে মোটরসাইকেলের গতিরোধ করে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের শাখা ব্যবস্থাপককে কুপিয় জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাতে খোকসা-শোমসপুর সড়কের কাদিরপুর ব্রিজের উপর এই হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় আহত সবুজ আলী (৩৫) দিশা নামের একটি স্বেচাছাসেবী সংগঠনের শোসরপুর শাখার ব্যবস্থাপক। রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়।

দুর্বৃত্তদের হামলায় আহত দিশা’র শাখা ব্যবস্থাপক সবুজ আলী জানান, কিস্তি আদায় করে পৃথক দুটি মোটরসাইকেলে তারা তিনজন খোকসা থেকে শোমসপুর ফিরছিলেন। কাদিরপুর ব্রিজের কাছে পৌচ্ছালে ব্রিজের দুই পাশ থেকে টর্চ লাইট জ্বেলে তার গাড়ির গতিরোধ করা হয়।

মুহুত্যের মধ্যে ৮/৯ জন একসাথে তার উপর হামলা চালায়। অবস্থা বেগতিক বুঝে তিনি মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান। এ সময় দুর্বৃত্তরা তার পেঁছন থেকে হামলা চালায়।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহামুদুল হাসান জানান, সবুজ আলীর শরীরে ধারালো অস্ত্রের আঘাত বেশী। তার হাত ও পিঠে প্রায় ২৫টির বেশী সেলাই (টিস) দেওয়া হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

থানা অফিসার ইনচার্জ আননুর জায়েদ ঘটনাটি শুনেছেন বলে নিশ্চিত করেন। মামলা হয়নি, মামলা হলে তিনি ব্যবস্থা নিবেন।

এইচআর