মির্জাপুর উপজেলা নির্বাচন: ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মে ৯, ২০২৪, ০৮:৪২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হয়েছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আ.লীগের (সাবেক) সদস্য শিল্পপতি রেজাউল করিম বাবলু, টাঙ্গাইল জেলা বিএনপির (সাবেক) সদস্য ও বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. শওকত হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য লাজলু রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মহিলা আওয়ামী লীগ নেত্রী রুবি আক্তার কণা, টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক চাঁদ সুলতানা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য মাহবুবা শাহরীন।

মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ২০ মে এবং ভোট গ্রহণ ৫ জুন।

এ উপজেলাটি ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৮শত ৫১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ১শত ১৩জন, মহিলা ভোটার ১ লাখ ৭৯ হাজার ৭শত ৩২ জন এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।

ইএইচ