মানিকছড়িতে ভারতীয় কসমেটিকস্ সহ গ্রেপ্তার চার গাড়ি জব্দ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৪, ০৭:২৩ পিএম

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় কসমেটিকস্ সহ চার জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২৭জানুয়ারি)রাত ১০টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি থানাধীন ৪ নং তিনটহরি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড়ইতলি খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের বড়ইতলী ব্রীজ থেকে একটি সাদা রংয়ের প্রাইভেট কার থেকে ৩ (তিন) টি কার্টুনে বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস্সহ মো. নূর হোসাইন ভূঞা প্রকাশ রিপন‍‍` (৪৫), মো.মেজবাউদ্দিন (৫২), গোলাম কবীর প্রকাশ কামাল (৫২), মো. ইসমাইল (৫১)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন-মো. নূর হোসাইন ভূঞা প্রকাশ রিপন‍‍` (৪৫),ফেনী জেলার পূর্ব সুলতানপুর, এলাকার রফিকুল আলম ভূঞা, এর ছেলে।মো. মেজবাউদ্দিন (৫২), গোলাম কবীর প্রকাশ কামাল (৫২)উভয়সাং- পশ্চিম সাহাপুর, ০৬নং ওয়ার্ড, নোয়াখালী পৌরসভা, 
মো. ইসমাইল (৫১),চট্রগ্রাম জেলার ডবলমুরিং থানার মৃত. আবুল কালাম, এর ছেলে। 

জব্দকৃত অবৈধ ভারতীয় কসমেটিকস ও পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার এবং গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরএস