চট্টগ্রামে জুতার কারখানায় ভয়াবহ আগুন

আমার সংবাদ ডেস্ক: প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪, ০৪:৫০ পিএম

বন্দর নগরী চট্টগ্রামের বায়োজিদের একটি জুতার সোল তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের সূত্রপাত  ও হতাহতের সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা জুতার কারখানার নাম র‍্যাং ডা ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ লিমিটেড।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানায়, বিকেল ৪টা ১৫ মিনিটে বায়েজিদের একটি জুতার কারখানায় আগুনের সংবাদ পাই। এর ১৫ মিনিটের মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শুরুতে চারটি ইউনিট কাজ শুরু করলেও এখন ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে আগুন লাগার এখনো কোনো কারণ জানা যায়নি এবং এ ঘটনায় হতাহতের কোনো খবরও পায়নি।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, কারখানাটি বিদেশি মালিকানাধীন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিআরইউ