অ্যাটর্নি জেনারেল

জুলাই গণঅভ্যুত্থান মামলার দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৮:১৩ পিএম

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত ও বিচার কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়া ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি এবং জেলার সব সরকারি কৌঁসুলি ও পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আপনারা দেখেছেন, সংবেদনশীল মামলাগুলোর মধ্যে আবরার ফাহাদ হত্যা মামলাকে শীর্ষ অগ্রাধিকার দিয়ে নিষ্পত্তি করা হয়েছে। মেজর সিনহা হত্যাকাণ্ডের মামলাটিও গুরুত্ব পেয়েছে। ত্বকী হত্যা মামলাটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল মামলা— এটিও দ্রুত নিষ্পত্তির চিন্তা করা হচ্ছে। আলোচিত ৭ খুন মামলাটির দ্রুত নিষ্পত্তির দিকেও পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি এটি অচিরেই নিষ্পত্তি হবে।”

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার মামলার বাদী না হওয়া এবং মিথ্যা মামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। জাতিকে আশ্বস্ত করছি— ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে এবং কেউ যেন মিথ্যা মামলার শিকার না হয়, সেটিও নিশ্চিত করা হবে।”

তিনি আরও জানান, এ বিষয়ে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধনী প্রস্তাবনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন পর্যায়েই তদন্তাধীন মামলায় যদি কোনো আসামির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দেওয়া সম্ভব হবে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “বিগত সরকারের আমলে নির্মিত নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে। সারা দেশের আইনজীবীদের যেসব সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলোর আওতায় নারায়ণগঞ্জের আইনজীবীরাও থাকবেন। এছাড়া কক্সবাজারে একটি ‘আইনজীবী প্রশিক্ষণ ইনস্টিটিউট’ এবং আইনজীবীদের জন্য পৃথক ‘আবাসন প্রকল্প’ বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হয়েছে।”

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ। উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, জেলা পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট খোরশেদ মোল্লা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইএইচ