কুড়িগ্রামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মৌসুমী ফল উৎসব

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৯:০০ পিএম

কুড়িগ্রাম সরকারি কলেজে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, কুড়িগ্রাম জেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন। 

শিক্ষার্থীদের আপ্যায়ন ও অংশগ্রহণে জমজমাট এই আয়োজন চলে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত।

উৎসবে অংশ নেন কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। প্রথমবারের মতো ক্যাম্পাসে এ ধরনের আয়োজন হওয়ায় শিক্ষার্থীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান বলেন, “শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যেই আমাদের এই আয়োজন।”

ফল উৎসবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব সাদিকুর রহমান, মুখ্য সংগঠক খন্দকার আল ইমরান, রাজ্য জ্যোতি, হামীম হাদী, মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইএইচ