কুড়িগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৮:৩৩ পিএম

কুড়িগ্রামে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায়ের নেতৃত্বে পরিচালিত বিশুদ্ধ খাদ্য আদালত এক ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে। 

বুধবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত কুড়িগ্রাম পৌরবাজার ও শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত হোটেল ও রেস্তোরাঁয় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সহযোগিতা করেন স্বাস্থ্য বিভাগের স্যানিটারি পরিদর্শক এবং বিএসটিআই কর্মকর্তারা।

এ সময় পৌরবাজার এলাকার অনন্যা, মৌসুমি, স্টার, মৌচাক হোটেল ও রেস্তোরাঁ এবং টেসটি স্ন্যাকসে অভিযান চালানো হয়। অভিযানে প্রতিটি প্রতিষ্ঠানেই খাদ্য প্রস্তুত প্রণালী, রান্নাঘরের পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে নানা অনিয়ম পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে হোটেল মালিকদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে অনিয়ম না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। তবে এ অভিযানে কোনো জরিমানা করা হয়নি।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় জানান, “জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে প্রয়োজন হলে আইন অনুযায়ী জরিমানা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইএইচ