তৌহিদ হোসেন

পার্বত্য চুক্তির কিছু সমস্যা রয়ে গেছে, সেগুলো সমাধানের চেষ্টা চলছে

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৬:৪২ পিএম

সমস্যা সমাধানের প্রথম ধাপ হলো সমস্যার অস্তিত্ব স্বীকার করা—এ কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “আমরা মনে করি, পার্বত্য চুক্তি বাস্তবায়নে এখনো কিছু সমস্যা রয়ে গেছে। সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা আমরা করছি। সহজ ও ছোট সমস্যাগুলো আগে সমাধান করে ফেলেছি। এখন জটিল বিষয়গুলোর সমাধানে করণীয় নির্ধারণ করছি।”

শনিবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটির ভেদভেদীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন জানান, আলোচনা সভাটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও চুক্তির অন্যতম স্বাক্ষরকারী সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেন, “এটি ছিল আমাদের প্রথম বৈঠক। বৈঠকটি আন্তরিক এবং ফলপ্রসূ হয়েছে।”

সভায় সভাপতিত্ব করেন চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সু-প্রদীপ চাকমা, চুক্তি বাস্তবায়ন কমিটির সদস্য ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, পার্বত্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, উপসচিব মঙ্গল চন্দ্র পাল এবং উপসচিব সামছুল হক।

ইএইচ