জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ৪টায় পুনট উচ্চ বিদ্যালয় মাঠে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর আয়োজিত এ কাউন্সিলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নতুন ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন। পুনট ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এম. এ ওহাবসহ জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা পর্ব শেষে কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কণ্ঠভোটের মাধ্যমে পুনট ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আনিছুর রহমান সরকার, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মান্নান ফকির, সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহেনশাহ আলম শাহীন এবং সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান।
কাউন্সিলে বক্তারা বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সংগঠিত ও শক্তিশালী করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত বহুদলীয় গণতন্ত্রের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিচল নেতৃত্ব আমাদের পথপ্রদর্শক। এই আদর্শের ভিত্তিতে ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে দলীয় কাঠামো নতুনভাবে গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, দেশের সংকটময় এই সময়ে বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা অনেক। তাই অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করে বিভক্তি নয়—ঐক্যকে ভিত্তি করে দলকে সুসংগঠিত ও গতিশীল করতে হবে। কেবলমাত্র একটি ঐক্যবদ্ধ, ত্যাগী ও সৎ নেতৃত্বই দেশের হারানো গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে পারে।
কাউন্সিল শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, তৃণমূল পর্যায়ের এমন কাউন্সিল দলের সাংগঠনিক ঐক্য ও গতিশীলতা বৃদ্ধিতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
ইএইচ