কালিয়াকৈরে উধাও হওয়া বাস মানিকগঞ্জ থেকে উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৫:৪৬ পিএম
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে চালক ও কন্ট্রাক্টরের সঙ্গে উধাও হওয়া একটি পুরাতন বাস অবশেষে উদ্ধার করা হয়েছে। বাসটি মানিকগঞ্জ থেকে উদ্ধার করা হয়। 
এ ঘটনায় বাসের মালিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

কালিয়াকৈর থানা সূত্রে জানা গেছে, হরতকীতলা গ্রামের বাসিন্দা মো. বেলায়েত হোসেন (৫৪) তার নিজস্ব একটি বাস (রেজি. নং ঢাকা মেট্রো-ব-১৫-৩১৪০) "ঠিকানা পরিবহন" নামের ব্যানারে চন্দ্রা থেকে সাইনবোর্ড রুটে চালাতেন। 

বাসটির চালক মো. হাবিব (৩২) ও কন্ট্রাক্টর ফজলুল হক নয়ন (৪৬) গত ৩ আগস্ট সকাল সাড়ে ১০টায় চন্দ্রা মোড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা দেন।

পরে তারা আর গাড়িটি ফিরিয়ে আনেননি। মালিকের পক্ষ থেকে বারবার ফোন করলেও তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও গাড়ির কোনো সন্ধান না মেলায় মালিক ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে কালিয়াকৈর থানায় জিডি করেন।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক সুজিত কুমার মৃধার নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মানিকগঞ্জে অভিযান চালায়। এ সময় বাসটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইএইচ