মধ্যনগরে নৌকা ও বালু জব্দ, আটক ৮

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৮:৫৭ পিএম

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের পৃথক অভিযানে মধ্যনগর সদর ইউনিয়নের অন্তর্গত সম্পদপুরের কালী মন্দিরের সামনে গুবরিয়া খালে ইজারাবিহীন বালু উত্তোলনকারী এক ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা ও আটজনকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে পরিচালিত অভিযানে জব্দকৃত নৌকার আনুমানিক মূল্য দুই লাখ টাকা এবং নৌকায় থাকা প্রায় ৩০০ ঘনফুট বালুর মূল্য প্রায় ৯ হাজার টাকা। মোট জব্দকৃত মালামালের মূল্য প্রায় দুই লাখ টাকার ওপর।

গ্রেপ্তারকৃতরা হলেন— তাহিরপুর উপজেলার রতনশ্রী ও কলাগাঁওয়ের মো. তফছির হোসেন (২৬), মো. নেকবর আলী (২০), মো. সম্রাট হোসেন (২১), মো. মফিজ আলী (২৫), মো. মুক্তার আলী (১৯), মো. কাউছার আলী (২৩), মো. শহর আলী (২০) ও মো. শাহানুর (২০)।

তাদের বিরুদ্ধে মধ্যনগর থানায় মামলা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মধ্যনগর থানা অফিসার ইনচার্জ মো. মনিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইএইচ