ভাঙ্গুড়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, যুবককে কারাদণ্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৮:৫০ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে। জালের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ সময় নিষিদ্ধ জাল পরিবহনের অভিযোগে আল আমিন নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ট্রাকের চালক প্রদীপ রায়কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নৌবাড়ীয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আল আমিনের বাড়ি পাশ্ববর্তী ফরিদপুর উপজেলার দত্তপুঙ্গল গ্রামে এবং ট্রাকের চালক প্রদীপ রায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা নাজমুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুন হক ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নৌবাড়ীয়া সড়ক দিয়ে একটি ট্রাক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল নিয়ে যাচ্ছিলো, এমন সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। ট্রাক থেকে জাল জব্দ করা হয় এবং জাল পরিবহনের অপরাধে আল আমিনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ট্রাক চালক প্রদীপ রায়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ মাঠে নিয়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ এর বিধিমালা, ১৯৮৫ এর ১২(১এ) ধারায় এই দণ্ড প্রদান করা হয়েছে।

ওসি শফিকুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত আল আমিনকে দুপুরে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

ইএইচ