গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের আন্দুয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় জেলা সহকারি শিক্ষা অফিসার এস.এম. আরশাদ, উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আসাদুজ্জামান মন্ডল দোলন ও ফিরোজ কবির আকন্দ বক্তব্য রাখেন।
এ সময় আন্দুয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. হাছিনাতুন ফেরদৌসী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম সরকার সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী পৌরশহরের আন্দুয়া গ্রামে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেগুলো পরবর্তীতে জাতীয়করণ করা হয়েছে। তবে বর্তমানে উভয় বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা খুবই কম। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী এই দুটি বিদ্যালয় একত্রিত করে কার্যক্রম পরিচালনার বিষয়ে মতবিনিময় সভায় গুরুত্বসহকারে আলোচনা করা হয়।
ইএইচ