ফরিদপুর সদর উপজেলার পরানপুর গ্রামে দুই লাখ টাকার যৌতুক না দেওয়ায় স্ত্রীকে নির্মমভাবে পিটিয়ে ও শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুর তিনটায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত রয়েল মন্ডল (৪৬) সদর উপজেলার পরানপুর গ্রামের হালিম মন্ডলের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। এরপর পুলিশ প্রহরায় তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে দুই লাখ টাকার যৌতুক না দেওয়ায় নিহত মোসা. মলিনা বেগম (২৫) নামের ওই গৃহবধূকে স্বামী রয়েল মন্ডল পিটিয়ে ও শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করেন। ঘটনাটি তাদের নিজ বাড়ির সামনে ঘটে। নিহত গৃহবধূ একই উপজেলার তাম্বুলখানা গ্রামের আব্দুর রহমানের কন্যা। ঘটনার একদিন পর নিহতের পিতা কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, সব আলামত এবং সাক্ষীদের জবানবন্দি থেকে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন।
ইএইচ