ভারতে নিখোঁজ শিশুর লাশ মিলল পাটগ্রামে

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৫:২৭ পিএম

ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার সাপটিবাড়ী এলাকা থেকে সোমবার (১১ আগস্ট) সকালে হারিয়ে যায় শঙ্খদ্বীপ (৭) নামের প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থী। 

পরদিন মঙ্গলবার দুপুরে তার লাশ বাংলাদেশে, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে পাওয়া যায়। 

শিশুটির বাবা বিশ্বদীপ ঘোষ ময়নাগুড়ি থানায় সাধারণ ডায়েরি করেন এবং পত্রিকায় হারানোর বিজ্ঞপ্তি ছাপান।

মঙ্গলবার সকালে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবাহিত ধরলা নদী হয়ে শিশুটির মরদেহ ভেসে আসে। উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা এলাকার গুড়িয়াটারি নামক স্থানে ধরলা নদীর পাড়ে স্থানীয়রা একটি ছেলে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

শিশুটির গলায় একটি চেইন, হাতে সুতোর বাঁধনসহ একটি ব্যাচলেট এবং কোমরে একটি তাবিজ বাঁধা রয়েছে।

প্রত্যক্ষদর্শী মনির হোসেন (৬০) বলেন, “সকালবেলায় মাছ ধরতে যেতেই নদীতে শিশুটির লাশ দেখতে পেয়েছি, এরপর এলাকাবাসীকে জানিয়েছি।”

বুড়িমারী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসানুজ্জামান হাসান বলেন, “নদীতে শিশুর লাশ পাওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পরে শুনেছি শিশুটি ভারতীয় নাগরিক।”

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “নদীতে শিশুর লাশ পাওয়ার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। জানা গেছে, মৃত শিশুটি ভারতীয় নাগরিক। ময়নাগুড়ি থানা পুলিশ যোগাযোগ করেছে এবং বুড়িমারী স্থলবন্দর শূন্যরেখা দিয়ে শিশুটির মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।”

ইএইচ