কুড়িগ্রামে কৃতি শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৮:১০ পিএম

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা মন্ত্রণালয়ের পিবিজিএফ কর্মসূচির আওতায় দিনাজপুর শিক্ষাবোর্ডের ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। 

এর আগে অনলাইনের মাধ্যমে প্রতিজনের ব্যাংক হিসাবে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. কুদরত-এ-খুদা। 

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রব, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট প্রমুখ।

ইএইচ