সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনব প্রচারণার মাধ্যমে সচেতনতা সৃষ্টিতে অবদানের স্বীকৃতি হিসেবে সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি সাংবাদিক শহিদ জয়কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে যশোর শহরতলীর খোলাডাঙ্গা আল ইমান নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় সামাজিক সচেতন সংস্থা (সাসস)-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক আশরাফুল আজাদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সামাজিক সচেতন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম, যশোর জেলা শাখার প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মীর মঈন মুসা, স্থানীয় মসজিদের ইমাম আমিনুর রহমান এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
অনুষ্ঠানে কেক কেটে সাসসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় সড়ক দুর্ঘটনা বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ অবদান রাখায় সাংবাদিক শহিদ জয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে প্রতিষ্ঠানটির ৪০ জন এতিম শিক্ষার্থীর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সাংবাদিক শহিদ জয় খুলনা বিভাগসহ বিভিন্ন জেলায় সড়ক ও মহাসড়কের মাইলফলক, সিগন্যাল বোর্ড, সাইনবোর্ডসহ গুরুত্বপূর্ণ চিহ্নগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে সামাজিকভাবে অবদান রেখে আসছেন। তার এই নিরলস কর্মকাণ্ড ও সামাজিক সেবাকে স্বীকৃতি জানিয়ে সংগঠনটি তাকে সম্মানিত করেছে।
ইএইচ