ঈশ্বরগঞ্জে নবগঠিত কৃষক দলের পরিচিতি সভা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৮:১৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উপজেলা ও পৌর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে পৌর অডিটোরিয়ামে এ সভা হয়।

উপজেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট রফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশীদ, রুহুল আমিন মাস্টার, অ্যাডভোকেট শাহজাহান সাজু, হোসেন মোহাম্মদ মন্ডল, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, আমিনুল ইসলাম খান মনি, নিজাম উদ্দিন, শরীফ আবেদীন জায়েদী, আজিজুল হক বাদল, জুলফিকার আলী টিপু, মেহেদী হাসান রুবেল, সালাহ উদ্দিন খুররম, হায়দার আলী, আবুল কাশেম শেক্সপিয়র, নূর নবী, তারেক আজিজ, খলিল উল্লাহ বাচ্চু, হযরত আলী ও মনিরুল ইসলাম জুয়েল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হক, পৌর কৃষক দলের আহ্বায়ক ওয়াসিম উদ্দিন ও সদস্য সচিব ইব্রাহিম খাঁন।

বক্তারা কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত, কৃষি উপকরণ সহজলভ্য করা এবং সরকারের ব্যর্থ কৃষি নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

ইএইচ