মাটিরাঙ্গায় ইউএনও নার্গিস সুলতানার সঙ্গে পৌর বিএনপির মতবিনিময়

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৫:৫৪ পিএম

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির নেতৃবৃন্দ।

মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, বিগত ফ্যাসীবাদী আওয়ামী লীগ সরকারের সময়ে এলাকার উন্নয়ন কার্যক্রমে অর্থের অনিয়ম ও দুর্নীতির ছড়াছড়ি ছিল। উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য দূর করে সমবন্টন ও অগ্রাধিকার ভিত্তিক উন্নয়নের প্রয়োজন রয়েছে। বৈষম্যমূলক উন্নয়নের কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ বাদ পড়েছে। এছাড়া বাস্তবায়িত প্রকল্পে দুর্নীতি ও লুটপাট হয়েছে। তাই অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ইউএনও নার্গিস সুলতানার সহযোগিতা কামনা করেছেন নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে প্রশাসনের প্রয়োজনবোধে যে কোনো সহযোগিতা করতে বিএনপি প্রস্তুত রয়েছে।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারি, সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলামসহ পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ