সাতকানিয়ায় ঋণের কিস্তির চাপ সহ্য করতে না পেরে নারীর আত্মহত্যা

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৬:৩৮ পিএম

একাধিক বেসরকারী সংস্থার ঋণের কিস্তি পরিশোধের চাপে অসহনীয় পরিস্থিতিতে সাতকানিয়ায় মমতাজ বেগম (৪৫) নামের এক নারী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার আমিলাইষ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের জাফর আহমদের স্ত্রী।

মঙ্গলবার এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

সাতকানিয়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মমতাজ বেগমের স্বামী জাফর আহমদ একজন দরিদ্র কুলি। তাদের দুই পুত্রের একজন রাজমিস্ত্রী, অপরজন শহরের একটি প্রতিষ্ঠানে কর্মচারী। দুই কন্যা বিবাহিত।

মমতাজ বেগম ৫-৬টি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। কিস্তি পরিশোধের জন্য চাপের কারণে সপ্তাহান্তে তিনি মানসিকভাবে অস্থির ছিলেন। ঘটনার দিন তার ১০ হাজার ৫ শত টাকা পরিশোধের কথা ছিল, কিন্তু হাতে টাকা না থাকায় তিনি খুব অস্থির হয়ে পড়েন।

সকালে বাড়ির সবাই কাজে যান। ফিরে এসে মমতাজ বেগমকে টিনের ঘরের বীমের সাথে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ এসআই সুজা উদ দৌলার নেতৃত্বে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠায়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইএইচ