জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

বিপুল মিয়া, জামালপুর প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৭:৩৭ পিএম

জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরের ফৌজদারী মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জামালপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম খান ও মো. মকবুল হোসেন, দোস্ত এইড বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস এবং সূর্য তোরণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো. খোরশেদ আলম প্রমুখ।

ইএইচ