নাটোরের বাগাতিপাড়ায় রাতের অন্ধকারে একটি দোকানের ইট খুলে চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তমালতলা বাজারে ভাই-ভাই স্টোরে এই চুরির ঘটনা ঘটে। দোকানের স্বত্বাধিকারী বাদশা আলী উপজেলার সদর ইউনিয়নের কুটি বাঁশ বাড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
বাদশা আলী জানায়, প্রতিদিনের ন্যায় গত রাতেও দোকান বন্ধ করে সে বাড়ি যায়। আজ বুধবার সকালে দোকানে এসে দেখতে পান, টিনের নিচে পিছনের দেওয়ালের কয়েকটি ইট খোলা। সেই স্থান দিয়ে চোর ঢুকে প্রায় নগদ এক লাখ টাকাসহ কিছু মালামাল চুরি করেছে।
বাজার কমিটির সভাপতি ইনতাজ আলী বলেন, বাজারে নৈশপ্রহরী থাকার পরেও একটি দোকানে চুরি হয়েছে। পরে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আকতারী বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর