বান্দরবানের থানচিতে উপজেলা পর্যায়ে স্কুল ভিত্তিক বালিকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় উপজেলা মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস), সহযোগিতায় ডিয়াকোনিয়া বাংলাদেশ।
উদ্বোধনী অনুষ্ঠান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন সেন্ট ফ্রান্সিস উচ্চ বিদ্যালয় বনাম থানচি বালিকা উচ্চ বিদ্যালয়।
খেলায় প্রধান রেফারি দায়িত্ব পালন করেন মংপ্রু মারমা, সহায়ক রেফারি ছিলেন পলাশ মল্লিক ও উথোয়াইন শুয়ে মারমা।
উদ্বোধনী খেলায় ৬০ মিনিট খেলার শেষে থানচি বালিকা উচ্চ বিদ্যালয় সেন্ট ফ্রান্সিস উচ্চ বিদ্যালয়কে ৪-০ গোলে হারিয়ে জয়লাভ করে এবং ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মজুমদার, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, বিএনকেএস-এর উপ-পরিচালক উবানু মারমা এবং উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিন।
মোট ৪টি দল অংশগ্রহণ করছে। আগামীকাল অনুষ্ঠিত হবে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় বনাম বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয় ম্যাচ।
ইএইচ