মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে জেএফএ বালিকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা নয়, বরং মানসিক স্বাস্থ্য, দলবদ্ধ কাজ ও নেতৃত্বগুণ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সমাজের নেতিবাচক দিক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বালিকাদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়লে নারীশক্তির বিকাশ ঘটবে এবং সমাজে সমতা ও সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে পুলিশ সুপার, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।
খেলোয়াড়, আয়োজক ও অতিথিদের প্রত্যাশা—এই টুর্নামেন্টের মাধ্যমে মাগুরা জেলা ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হবে।
ইএইচ