ববি উপাচার্য

শিকল তোমাদের হাতে দিয়ে গেলাম, আমার কোনো অন্যায় পেলে আবার আটকিয়ে দিও

ববি প্রতিনিধি প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১০:৪২ পিএম

“এই শিকল তোমাদের হাতে দিয়ে গেলাম, আমার মাধ্যমে যদি কোনো অন্যায় পাও, তাহলে আবার আটকিয়ে দিও”— এভাবেই তালাবদ্ধ বাসভবনের গেট থেকে শিকল খুলে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে, সাবেক উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের বিরুদ্ধে চলমান আন্দোলনের সময় প্রশাসনিক শাটডাউনের অংশ হিসেবে উপাচার্যের বাসভবনের মূল ফটকে তালা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

দায়িত্ব গ্রহণের পর উপাচার্য তৌফিক আলম শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তালাবদ্ধ বাসভবনের গেটের তালা খোলেন এবং উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, “সরকার আমাকে একটি বিশেষ পরিস্থিতিতে নিয়োগ দিয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করব বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে, যাতে এই বিশ্ববিদ্যালয় মান, মর্যাদা ও র‍্যাংকিংয়ে আরও এগিয়ে যেতে পারে।”

তিনি আরও বলেন, “ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী—সবাই মিলে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রয়োজন। যেহেতু এটি আমার প্রথমবার বরিশালে আসা, এখানকার সমস্যা সম্পর্কে এখনও পুরোপুরি জানি না। গাড়িতে বসে ভাবছিলাম—এই সমস্যাগুলো কীভাবে জানা যায়, কার মাধ্যমে জানা যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি বিভাগের সিআর ও শিক্ষকদের নিয়ে একটি বড় বৈঠক করব, যাতে অন্তত ২৫০ থেকে ৩০০ জন অংশ নেন।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করা গেলে সমাধান অবশ্যই সম্ভব। আর কোনো সমস্যার সঙ্গে যদি আর্থিক বিষয় যুক্ত থাকে, তাহলে কিছুটা সময় বেশি লাগতে পারে।”

ফ্যাসিবাদের দোসরদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ফ্যাসিবাদের দোসর আছে কিনা আমি জানি না। তবে যদি থেকে থাকে, তাহলে আমার পক্ষ থেকে জিরো টলারেন্স থাকবে।”

উল্লেখ্য, গত মঙ্গলবার টানা একমাস ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের পর বরখাস্ত হন অধ্যাপক শুচিতা শরমিন। একই দিনে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে ড. মোহাম্মদ তৌফিক আলমকে নিয়োগ দেওয়া হয়।

ইএইচ