জাবিতে ‍‍‘জুলাই-২৪ স্মৃতি সড়ক‍‍’ উদ্বোধন

জাবি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৫:২২ পিএম

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্যের বাসভবনের সামনের সড়কের নামকরণ করা হয়েছে ‘জুলাই-২৪ স্মৃতি সড়ক’।

বুধবার দুপুরে উপাচার্যের বাসভবনের সামনের সড়কে স্থাপিত 'জুলাই-২৪ স্মৃতি সড়ক' নামফলক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “২৪ এর জুলাইয়ের বাহক হিসেবে এই নামফলক থাকবে। বাসভবনে থেকে বের হওয়া ও ঢোকার সময় এটি আমাকে প্রতিদিন স্মরণ করিয়ে দেবে—আমি জুলাই রক্তের উপহার। আমরা একতাবদ্ধভাবে পরাজিত শক্তিকে চিরতরে পরাজিত রাখার অঙ্গীকার করেছি, সেই লক্ষ্যেই আমাদের ঐক্য অব্যাহত থাকবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, এর আগে ‘জুলাই স্মৃতি সড়ক’ নামে সড়কটির নামকরণের প্রস্তাবনা দিয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

ইএইচ