এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা: ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

ববি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৭:৩৫ পিএম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশ শেষে দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ ও ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সিরাজুল ইসলাম বলেন, “গোপালগঞ্জকে নিজেদের পুনর্বাসনের স্থান হিসেবে প্রতিষ্ঠা করতে চায় আওয়ামী লীগ। কিন্তু জনগণ তা মেনে নেবে না। আমরা জানিয়ে দিতে চাই—বাংলার জমিনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো ঠাঁই নেই।”

বিক্ষোভকারীরা দ্রুত তদন্ত সাপেক্ষে হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

ইএইচ