ফাল্গুনের পুর্বাভাস গাছে গাছে দেখা মিলছে কদম ফুলের

মেহেদী জামান প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ১০:৩২ পিএম

বিদায় নিচ্ছে শীত, কুয়াশাভরা মেঘ কেটে শীতের প্রকোপ কমে যাচ্ছে ধীরে ধীরে, আজি বসন্তে বসন্তের দূত গাহে আগমনী গান। বসন্তের আগামনীতে প্রতি মুহূর্তে দোলা দেয় অজানা এক অনুভূতি।

কোকিলের কুহু কুহু ডাক রঙের তুলিতে শিল্পীর ক্যানভাস দোলা দেয় প্রেমিকের কোমল মনে। শীতের মৌসুমে বিভিন্ন দেশ থেকে আসা অতিথি পাখির দল ফিরে যাচ্ছে ঝরা পালকের স্মৃতিচিহ্ন রেখে। গাছে গাছে ফুটেছে শিমুল-পলাশ আর কদম ফুল। প্রকৃতিও সাজছে নতুন সাজে।

কদম ফুলের ছবি তুলেছেন আমার সংবাদের নিজস্ব প্রতিবেদক মেহেদী জামান

গাছে গাছে সংসার পেতেছে কদম ফুল।

বসন্তের আগমনে কদমফুল বলছে আমরাও এসে গেছি।

কোনো অচেনা প্রেমিকার খোঁপায় নিজেকে জড়িয়ে নেয়ার অপেক্ষায় প্রেমিক কদমফুল।

বসন্তের এই আগমনে কদম যেন গেয়ে ওঠে প্রেমের গান।

মেহেদী/আরএস