Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার নিরলস কাজ করছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৪, ২০২১, ০৩:৫০ পিএম


মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার নিরলস কাজ করছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দেশের মানুষের মৌলিক চাহিদা পূরনে সরকার নিরলসভাবে কাজ করছে। দরিদ্র সীমার নিচে বসবাসকারী জমি নেই ঘর নেই এমন সব পরিবারকে প্রায় লক্ষাধিক ঘর তৈরী করে দিচ্ছে।

মন্ত্রী রোববার (২৪ জানুয়ারি) জৈন্তাপুর উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় উন্নয়ন ও জনকল্যাণে বিশ্বাসী।

মুক্তিযোদ্ধারা আমাদের জাতীয় বীর উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ যতদিন বেচে থাকবে ততদিন বীর মুক্তিযোদ্ধাগণকে সম্মান দিয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন প্রমুখ।

এছাড়াও মন্ত্রী জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন। বেলা ১২.৩০ টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আরও পড়ুন:-

তেলের মূল্য নিয়ন্ত্রণে মধ্যস্বত্ত্বভোগীদের ব্যাপারে নজরদারি বাড়ানো হবে: বাণিজ্যমন্ত্রী

কৃষির উন্নতির ওপরই মানুষের জীবিকা-আয় নির্ভর করছে: কৃষিমন্ত্রী

সকল অবৈধ অবকাঠামো উচ্ছেদ করা হবে: এলজিআরডি মন্ত্রী

ভারতের উপহার অক্সফোর্ডের অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন পরিক্ষীত: স্বাস্থ্যমন্ত্রী

ভারতের সাথে মৈত্রীবন্ধন আমাদের উন্নয়নে সহায়ক: তথ্যমন্ত্রী

আমারসংবাদ/জেআই