Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ থেকে ডিএনসিসির চিরুনি অভিযান

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৮, ২০২৩, ১২:৩২ পিএম


ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ থেকে ডিএনসিসির চিরুনি অভিযান

ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ শনিবার থেকে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (৭ জুলাই) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শনিবার শুরু হওয়া মাসব্যাপী মশক নিধন অভিযানে অংশ নেবেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান চালানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ৭ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১১ হাজার ২৯৮ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯ হাজার ৬৮ জন।

প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা গেছেন।

এইচআর

 

Link copied!