Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

ভোটগ্রহণ চলছে, ইভিএম বিড়ম্বনায় ভোট প্রদানে ধীরগতি

মো. মাসুম বিল্লাহ

জুন ১৫, ২০২২, ০৯:৪৭ এএম


ভোটগ্রহণ চলছে, ইভিএম বিড়ম্বনায় ভোট প্রদানে ধীরগতি

কুমিল্লা সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই এ নগরীর ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। তবে ইভিএম বিড়ম্বনায় ভোটারদের নাকাল অবস্থার সৃষ্টি হয়েছে।  

সকাল পৌনে ৯টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের বাতাবাড়িয়া বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। সেখানকার ১ নম্বর বুথে প্রথম ৪৬ মিনিটে ভোট পড়েছে মাত্র ১৫টি। 

বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার রকিবুল ইসলাম। তিনি বলেন, মোট ভোটার রয়েছে ১ হাজার ৯১৭ জন। কিন্ত ভোট খুব ধীরগতিতে হচ্ছে। 

পাশের বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ছিল একই অবস্থা। 

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনিরুজ্জামান বলেন, সেখানকার ২ নম্বর বুথে প্রথম ৩৫ মিনিটে ভোট পড়েছে মাত্র ১৫টি। ১ নম্বর বুথে প্রথম ৩৮ মিনিটে ভোট পড়েছে মাত্র ১৮টি। এ কেন্দ্রে ভোটার রয়েছে ১ হাজার ৯৪৫ জন। 

এখানে ভোট দিতে আসা সুফিয়া খাতুন জানান, এই প্রথম ইভিএমে ভোট দিয়েছেন। তাই তার ৪-৫ মিনিট সময় লেগেছে।  

প্রিজাইডিং অফিসার মনিরুজ্জামান বলেন, ইভিএমে ভোটের বিষয়ে যেভাবে প্রচার হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। সে কারণে ভোটাররা ভোট দিতে বিড়ম্বনায় পড়েছেন। এজন্য ভোট দিতে সময় লাগছে। 

এদিকে ২৭টি ওয়ার্ডে ইভিএমে ভোট হচ্ছে। এ নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। হিজড়া ভোটার দুজন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট হবে।

এ নির্বাচনে ৫ জন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৩৬ জন এবং সাধারণ ওয়ার্ডে ১০৮ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। 

আমারসংবাদ/এআই 

Link copied!