ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

সীমান্তে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

আব্দুল কাইয়ুম

আগস্ট ৩, ২০২২, ১০:২৭ এএম

সীমান্তে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়িতে বন্য হাতির আক্রমণে ছমেদ আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি মায়াঘাসি এলাকার মৃত অসীম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২ আগস্ট) রা‌তে উপজেলার সীমান্তবর্তীর মায়াঘাসি পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বন বিভাগ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ছ‌মেদ আলী দুপুরের পর সীমান্তবর্তীর মায়াঘাসি পাহাড়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি বাড়ি ফেরেননি। প‌রে প‌রিবা‌রের সদস্যরা তা‌কে খোঁজাখুঁজি কর‌তে থা‌কে। এক পর্যায়ে রাত ১০ টার দি‌কে ওই পাহাড়ের চূড়া থেকে ছ‌মেদ আলীর থেঁতলানো মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়‌রা জানান, গত ক’দিন ধ‌রে খাবারের সন্ধানে বন্য হাতির এক‌টি দল লোকাল‌য়ে নে‌মে হানা দিচ্ছে। আবার স্থানীয়‌দের প্রতি‌রো‌ধে হা‌তির দল সীমান্তবর্তীর বিভিন্ন পাহাড়ে চলে যাচ্ছে।

দুপুরে ওই পাহাড় থেকে বন্য হাতির এক‌টি দল লোকাল‌য়ে খাদ্যের সন্ধানে নেমেছিল বলে জানান তারা।

ধারণা করা হচ্ছে, ছ‌মেদ আলী ওই পাহাড়ে ঘাস কাট‌ার সময় হা‌তির দল তার ওপর আক্রমণ ক‌রে তা‌কে পিষ্ট ক‌রে মে‌রে ফেলে রেখে যায়।

মধু‌টিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল ক‌রিম ঘটনার সত‌্যতা নিশ্চিত ক‌রে বলেন, পাহাড়টি মূলত নালিতাবাড়ির শেষ সীমানা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের গোপালপুর বি‌টের কা‌ছাকা‌ছি। হা‌তির আক্রমণে মারা যাওয়া ব্যক্তি নালিতাবাড়ির মায়াঘাসি এলাকার বাসিন্দা।

নিহ‌তের প‌রিবা‌রের পক্ষ থে‌কে য‌দি আবেদ‌ন ক‌রা হয়, তাহ‌লে সরকা‌রি সহযো‌গিতা করার আশ্বাসও দেন তি‌নি।

না‌লিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ব‌ছির আহ‌ম্মেদ বাদল জানান, ঘটনা শোনার পর পরই ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহণ করা হ‌চ্ছে।


ইএফ

Link copied!